Loading Events

প্রিয় ক্যালগেরিবাসী,

স্বাস্থ্যই সকল সুখের মূল - জীবনের যেকোন সময়েই। সাস্থ্যের সাথে সরাসরি জড়িত আমাদের খাদ্যাভ্যাস। আমাদের নিত্যদিনের বাংলাদেশী খাবার ও খাদ্যাভ্যাস কে অনেক সময়ই অস্বাস্থ্যকর হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু ব্যাপার টা সবসময় এরকম নয়। আমাদের দৈনন্দিন বাংলাদেশী খাবারের মধ্যে থেকেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্ভব।

BCAOC Health and Wellness উপকমিটি (যা BCAOC এর সাধারন সদস্য ও Executive সদস্যদের সমন্বয়ে গঠিত) এ বিষয়ে একটি সেমিনার করার জন্য Executive কমিটি কে প্রস্তাবনা পেশ করে, যার পরিপ্রেক্ষিতে Alex Community Food Centre এর সাথে যৌথ উদ্যোগে BCAOC Executive কমিটি একটি সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে বাংলাদেশী মধ্যাহ্নভোজ (হালাল) পরিবেশন করা হবে। 

আমরা আশা করছি এই সেমিনার আপনাদের জন্য তথ্যবহুল ও উপকারী হবে, বিশেষত আসন্ন রোজার মাসে - যখন আমরা অনেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে অনেক টানাপোড়েনের মধ্যে থাকি।

সময়সূচী:

স্থান: অ্যালেক্স কমিউনিটি ফুড সেন্টার
4920 17 Ave SE Calgary AB
তারিখ: ৪ মার্চ, শনিবার
সময়: দুপুর ১-৩ টা

উল্যেখ্য - এই সেমিনারে যোগদানের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অনুগ্রহ করে নিচের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন।

Click Here

আপনাদের সকলের জন্য সেমিনারে যোগদানের আমন্ত্রণ রইল। এ অনুষ্ঠান সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন BCAOC এর Health and Wellness Secretary ঝুমুর দেবনাথের সাথে: 587-700-5544।
Dear Community Members,

Good health is one of the sources of our happiness at any stage of life. Our diet has a great impact on our health. Our daily Bangladeshi food and eating habits are often misunderstood as being unhealthy which is not the case. Healthy eating is possible even with our traditional Bangladeshi diet.

The BCAOC Health and Wellness Subcommittee (consisting of general members and executive members of BCAOC) recommended to the executive committee to conduct a seminar on the subject. Therefore, the BCAOC executive committee organized  a seminar in collaboration with The Alex Community Food Centre. Bangladeshi lunch (Halal) will be served at the centre.

We are hoping you will find this seminar informative and useful, especially during the upcoming fasting month- when many of us find it difficult to eat healthy.

Program Itinerary:

Location: Alex Community Food Centre

                 4920 17 Ave SE Calgary AB

Date: March 4, Saturday

Time: 1-3 pm 

Please note, Registration is required to attend this event. 
Please fill up this form to register. 

Click Here

We are inviting all of you to attend this seminar. Please contact BCAOC's Health and Wellness Secretary Jhumur Debnath for any event related needs: 587-700-5544.