
একুশের অনুষ্ঠান “ফাল্গুনের রক্তিম বর্ণমালা”
February 21 @ 7:00 pm - 8:00 pm
সম্মানিত সুধী,
একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালিরা রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল, আজ তা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে। একুশে ফেব্রুয়ারি - শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মহান দিবস স্মরণে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ কালগেরী আয়োজন করছে একুশের অনুষ্ঠান "ফাল্গুনের রক্তিম বর্ণমালা" ।
আমাদের একুশের অনুষ্ঠানে থাকছে বিশেষ অতিথিদের অংশগ্রনে একুশের আলোচনা, ক্যালগেরির বিশিষ্ট লেখকদের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক পরিবেশনা, বাংলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনা এবং আরো অনেক কিছু। আলোচনায় অংশ নেবেন বাংলা একাডেমীর সভাপতি প্রফেসর শামসুজ্জামান খান , বিশিষ্ট নাট্যজন জামালউদ্দিন হোসেন এবং বিশিষ্ট লেখক, কলামিস্ট হাসান ফেরদৌস ।
আমরা আমাদের মার্তৃভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ও গর্বের সাথে আপনাদেরকে ভার্চুয়ালি একুশে উদযাপনে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের পদচারণায় মুখরিত হোক আমাদের আয়োজন।ফেইসবুক লাইভ এর অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনারা সবাই আমন্ত্রিত |
দিন :রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১,
সন্ধ্যা :৭:০০ টা
স্থানঃ বিসিএওসি ফেইসবুক লাইভ
ফেইসবুক লাইভ : https://www.facebook.com/
ধন্যবাদান্তে,
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ কালগেরী