Loading Events

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আগামী ৮ই মার্চ (বুধবার) রাত ৮ টায় বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরি (বিসিওএসি) একটি টক শো আয়োজন করেছে। “আমার আমি - নিজেকে ভালবাসি” শিরোনামে এই টক শো টি বিসিওএসি ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

আমাদের প্রায় প্রতিটি পরিবারের মূল চালিকা শক্তি একজন নারী। নারীরা সবসময়ই তাদের পরিবারের দেখভালের দায়িত্ব নিজের উপর তুলে নেয়। অনেক সময় এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা ভুলে যায় তাদের নিজেদের দিকে খেয়াল রাখতে। কিন্তু এই উপলব্ধিটা অত্যন্ত জরুরী যে একজন নারী যদি নিজে ভাল না থাকে তাহলে পরিবারের অন্যদের ভাল রাখা তার পক্ষে সম্ভব না।

এই টক শো তে বিভিন্ন কর্মক্ষেত্রের নারীরা অংশগ্রহন করবেন এবং তাদের ব্যাক্তিগত অভিজ্ঞতার থেকে আলোকপাত করবেন কিভাবে তারা তাদের পরিবারের দেখাশোনা ও কর্মজীবনের পাশাপাশি একান্ত নিজেকে ভাল রাখছেন।

৮ই মার্চ বুধবার রাত ৮ টায় চোখ রাখুন বিসিওএসি-র ফেসবুক পেইজে।